ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শুভসংঘের ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১৬:০৯, ২৫ জুলাই ২০২০

গাজীপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শুভসংঘের ঈদ সামগ্রী বিতরণ

গাজীপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও মাস্ক বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘের গাজীপুর শাখা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শনিবার সকালে গাজীপুর পাবলিক লাইব্রেরী সংলগ্ন বস্তিতে ওইসব সামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় ৬০টি পরিবারের মাঝে ঈদের দিন রান্নার প্রয়োজনীয় উপকরণ দুধ, সেমাই, চিনি, সাবান এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর শুভসংঘের সভাপতি মুসাফির ইমরান।  

এ প্রসঙ্গে গাজীপুর শুভসংঘের উপদেষ্টা এ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন বলেন, সকল সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপন করতে পারাই আমাদের এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে মানুষের সেবায় কাজ করে যেতে চাই।

শুভসংঘের সদস্য আফরিনা তানজিন উর্মি বলেন, 'শুভ কাজে সবার পাশে' এ প্রতিপাদ্যকে ধারণ করে শুভসংঘের সদস্যরা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছে। আগামীতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে গাজীপুর শুভসংঘের সদস্য হাসিবুল ইসলাম, জিয়া, ধ্রুব, শাকিল, রবিন, রিপন, আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

গাজীপুর কথা

আরো পড়ুন