ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে রেলওয়ের জমি দখল করে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ

প্রকাশিত: ১৬:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০২১

গাজীপুরে রেলওয়ের জমি দখল করে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ

গাজীপুর জেলা শহরের রেলক্রসিং এলাকার উত্তর পাশে রেল লাইনের দুইপাশে অবৈধভাবে রেলওয়ের জমি দখল করে গড়ে উঠা দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

রবিবার সকালে গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ঢাকার রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগ এ উচ্ছেদ অভিযান চালায়। রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগের ডেপুটি কমিশনার মো. নজরুল ইসলাম ও সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মো: আতিকুল ইসলাম অভিযান পরিচালনা করেন। 

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো: শাহজাহান জানান, রেল ক্রসিংয়ের উত্তরে রেললাইনের উভয়পাশে ফলের দোকান, মুদি দোকান, কাপড়ের দোকান, হোটেলসহ নানা প্রকার অসংখ্য স্থাপনা গড়ে উঠে। পরে ঢাকা রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগ গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধভাবে গড়ে উঠা প্রায় দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীসহ গাজীপুর মেট্রো সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

গাজীপুর কথা