ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে মেয়েকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় মা নিহত

প্রকাশিত: ১০:৩২, ২০ ফেব্রুয়ারি ২০২০

গাজীপুরে মেয়েকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় মা নিহত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় দাখিল পরীক্ষার্থী মেয়ে তাসমীম আক্তারকে (১৭) পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে চাকা খুলে খাদে পড়েছে ইজিবাইক। এতে তাসমীম আক্তারের মা সিমা বেগম খুকি (৪০) নিহত হয়েছেন।
এ ঘটনায় তাসমীম আক্তার আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ-দোলানবাজার সড়কের পৈলানপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত খুকি উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর গ্রামের মো. ইব্রাহীম মোল্লার স্ত্রী। আহত তাসমীম উপজেলার ওই ইউনিয়নের খলাপাড়া দারুল উলুম মাদরাসার দাখিল পরীক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে মেয়ে তাসমীমকে নিয়ে ইজিবাইক ভাড়া করে কালীগঞ্জ পৌর এলাকার দুবার্টি এমইউ কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন মা খুকি।
এ সময় কালীগঞ্জ-দোলানবাজার সড়কের পৈলানপুরে ইজিবাইকের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা নিহত হন। এ ঘটনায় আহত হন দাখিল পরীক্ষার্থী মেয়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মা খুকিকে মৃত ঘোষণা করেন। মেয়ে তাসমীমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাসমীমের পরীক্ষা দেয়া সম্ভব হয়নি।
এদিকে, দুর্ঘটনার পর চালক ইজিবাইক রেখে পালিয়ে যান। পরে পুলিশ ইজিবাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কালীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ মিত্র বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

গাজীপুর কথা