ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে বেক্সিমকোর নিজস্ব ওয়্যারহাউসে পৌঁছেছে ৫০ লাখ টিকা

প্রকাশিত: ১২:১১, ২৫ জানুয়ারি ২০২১

গাজীপুরে বেক্সিমকোর নিজস্ব ওয়্যারহাউসে পৌঁছেছে ৫০ লাখ টিকা

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ৫০ লাখ করোনাভাইরাসের টিকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়্যারহাউসে পৌঁছেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সোমবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে বেক্সিমকোর নিজস্ব ওয়্যারহাউসে নেওয়া হয়।

চার দিন আগে ভারতের উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ভারতীয় সেরাম ইনস্টিটিউটে তৈরি করোনা টিকার ২০ লাখ ডোজ পায় বাংলাদেশ। আর আজ সোমবার সেরাম থেকে কেনা ৫০ লাখ ডোজ দেশে আসে।

আগামী বুধবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নার্সদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই কার্যক্রমের উদ্বোধন করবেন। গতকাল রোববার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা জানান।

বাংলাদেশ সরকারের চুক্তি অনুযায়ী, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯ টিকার (ভ্যাকসিন) তিন কোটি ডোজ। এর মধ্যে প্রথম ধাপে ৫০ লাখ টিকা আজ বাংলাদেশে এলো।

গাজীপুর কথা