ঢাকা,  বৃহস্পতিবার  ২৮ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেন মজনু মিয়া

প্রকাশিত: ১৬:২৬, ১৪ মার্চ ২০২১

গাজীপুরে বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেন মজনু মিয়া

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘের মুখ থেকে বেঁচে ফিরেছেন মজনু মিয়া নামের এক কর্মচারী। তবে বাঘের থাবায় তিনি আহত হয়েছেন। 

রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

আহত মজুনকে স্থানীয় আলহেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মজুন মিয়া বেলতলি গ্রামের শামসুল হকের ছেলে। তিনি পার্কের আউটসোর্সিং কর্মচারী হিসেবে কাজ করেন।

সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন, কোর সাফারি অংশে বাঘের বিচরণ থাকে। সেখানে এনক্লোজারে বেশ কিছু বাঘ ছিল। এ সময় এনক্লোজারের সামনে হঠাৎ করে মজনু বাঘের সামনে পড়ে গেলে থাবা দেয়। পরে অন্য কর্মচারীরা বাঘটিকে সরিয়ে মজনু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

মাওনা আলহেরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গোলাম মেহেদী হাসান বলেন, বাঘের থাবায় আহত মজনু মিয়ার বগলের নিচে ক্ষত সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে তার বাম হাতের কাঁধ স্থানচ্যুত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর কথা