ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে ববিন কারখানার আগুন নিয়ন্ত্রনে

প্রকাশিত: ১২:২৫, ৮ ডিসেম্বর ২০২০

গাজীপুরে ববিন কারখানার আগুন নিয়ন্ত্রনে

গাজীপুর সদর উপজেলায় একটি ববিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বানিয়ারচালা এলাকায় সোমবার রাতে এই অগ্নিকাণ্ড হয়।

শ্রীপুর ফায়ার স্টেশন এবং জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পচিালক আব্দুল হামিদ জানান, রাত সাড়ে ৯টার দিকে বানিয়ারচালা এলাকায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের পেপার কোণ/ববিন তৈরির টিন শেড কারখানায় আগুন ধরে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।

হামিদ বলেন, আগুনে কারখানার টিনশেড ঘর ও তার ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে। আগুনের কারণ অজ্ঞাত। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এদিকে, কারখানার মালিক আলমগীর খান বলেন, কারখানার ভেতরে ২০ লাখ টাকার বোর্ড, তৈরি করা কোণ/ববিন ছাড়াও টিনশেড ঘর ও মেশিনপত্র পুড়ে গেছে।

গাজীপুর কথা