ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে ‘ফু-ওয়াং ফুডস’ কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১৬:৩৮, ৩ জানুয়ারি ২০২১

গাজীপুরে ‘ফু-ওয়াং ফুডস’ কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

গাজীপুরের হোতাপাড়া এলাকায় অবস্থিত ‘ফু-ওয়াং ফুডস লিমিটেড’ এর কারখানায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

রোববার (০৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ বলেন, ”ফু-ওয়াং ফুডস লিমিটেড এর কারখানায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য (বেকারি পণ্য) উৎপাদন করছে এমন অভিযোগে রোববার দুপুরে হোতাপাড়া এলাকায় অবস্থিত তাদের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানার ভেতরে পাওয়া যায় অপরিচ্ছন্ন পরিবেশে রুটি, বিস্কুট এবং কেকসহ বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন চলছে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুসারে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ‘নিউ বনবিলাস রেস্টুরেন্ট’ নামে অপর একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।”

অভিযান পরিচালনা সার্বিক সহায়তায় করেন জেলা বাজার কর্মকর্তা এবং ব্যাটেলিয়ন আনসারের সদস্যরা।

গাজীপুর কথা