ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে দখল হওয়া ১৮ শতাংশ বনভূমি উদ্ধার

প্রকাশিত: ১২:৪১, ১৩ জুলাই ২০২০

গাজীপুরে দখল হওয়া ১৮ শতাংশ বনভূমি উদ্ধার

গাজীপুরে উচ্ছেদ অভিযান চালিয়ে বেহাত ১৮ শতাংশ বনভূমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বনভূমির বর্তমান বাজার মূল্য ৭২ লাখ টাকা। রোববার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমডি শামসুল আরেফীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ, ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মো. মাসুদ রানাসহ জয়দেবপুর থানা পুলিশ এবং ভাওয়াল রেঞ্জের স্টাফরা উপস্থিত ছিলেন।

বিকেবাড়ী বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বিকেবাড়ী এলাকায় বাঁশরী পিকনিক স্পটের মালিক ১৮ শতাংশ বনভূমি দখল করে রেখেছিলেন। দখলদারকে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে বনভূমি ছেড়ে দিতে কয়েকবার নোটিশ প্রদান করা হয়। এতে সাড়া না দিলে ভূমি উদ্ধারে উচ্ছেদ মোকদ্দমা দায়ের করা হয়। উদ্ধারকৃত বনভূমিতে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করা হয়েছে।

বিভাগীয় বন কর্মকর্তা কাজল তালুকদার জানান, বেহাত বনভূমি উদ্ধার এবং বনায়ন কার্যক্রম চলমান রয়েছে। উচ্ছেদ মোকদ্দমাগুলো দ্রুত নিষ্পত্তি হলে বন বিভাগের দুর্ভোগ লাঘব হবে বলেও তিনি জানান।

গাজীপুর কথা