ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের উদ্যোগে কর্মশালা

প্রকাশিত: ১৪:৪৯, ৩১ মার্চ ২০২১

গাজীপুরে ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের উদ্যোগে কর্মশালা

করোনা মোকাবিলা করে প্রান্তিক খামারিরা কিভাবে লাভবান হতে পারেন সেসব বিষয় নিয়ে গাজীপুরে এক ব্যতিক্রমী কর্মশালা হয়েছে। গাজীপুর ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের উদ্যোগে কর্মশালায় দুই শতাধিক খামারি অংশ নেয়।

মঙ্গলবার দিনব্যাপী সদর উপজেলার পিরুজালী এলাকার স্থানীয় একটি রিসোর্টে এ কর্মশালা হয়।

এসময় দুর্যোগকালে পশু পালনে বিভিন্ন কলাকৌশল নিয়ে দীর্ঘ আলোচনা করেন প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রশিক্ষক সফিকুর রহমান শশি।

গাজীপুর ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন- সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উকিল উদ্দিন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সেলিম উল্লাহ প্রমুখ। কর্মশালা শেষে সফল খামারিদের সনদ বিতরণ করা হয়।

সভাপতি আকরাম হোসেন জানান, জেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে এ ধরনের কর্মশালা আয়োজন করে যুগোপযোগী ও আধুনিক খামার গড়তে খামারিদের প্রশিক্ষণ দেয়া হবে। মাঠ পর্যায়ে এমন আয়োজনে খুশি খামারিরা।

গাজীপুর কথা