ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে টেক্সটাইল কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ১৭:২৩, ৪ এপ্রিল ২০২১

গাজীপুরে টেক্সটাইল কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে টেক্সটাইল কারখানার আগুন প্রায় চার ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়েছে। এসময় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
রোববার (৪ এপ্রিল) বিকেল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে দুপুর পৌনে ১টায় গাজীপুর সদরের ভবানীপুরের সালেক টেক্সটাইল কারখানায় ওয়্যারহাউসে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কারখানার সহকারী হিসাব রক্ষক শফিকুল ইসলাম বলেন, গোডাউনে সুতা ও তৈরি করা জিন্স প্যান্ট ও মেশিনপত্র ছিল। স্থানীয়ভাবে এ কারখানাটি তিতাস ফ্যাক্টরি নামে পরিচিত।

কারখানায় অ্যাডমিন জি এম নেকমত হোসেন রুবেল বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হামিদ মিয়া বলেন, আমাদের আটটি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

গাজীপুর কথা