ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করলেন সংসদ সদস্য চুমকি

প্রকাশিত: ১৬:১১, ২৪ আগস্ট ২০২০

গাজীপুরে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করলেন সংসদ সদস্য চুমকি

মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২০-২০২১ অর্থবছরে অভ্যন্তরীণ জলাভূমি এবং বর্ষায় প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কেশরিতা এলাকায় সোমবার দুপুরে রুই জাতীয় ৮০ কেজি পোনা মাছ অবমুক্ত করেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। এছাড়া, উপজেলার ৯ টি প্রাতিষ্ঠানিক ও সরকারি পুকুরে ২৪০ কেজি পোনা মাছ বিতরণ করা হয়।

এ সময় মৎস্য অধিদপ্তরের (ঢাকা বিভাগ) উপ-পরিচালক সৈয়দ মো: আলমগীর, গাজীপুর জেলা মৎস্য অফিসার মোহাম্মদ মমিনুল হক, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট রিনা পারভিন, গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল জাকী, গাজীপুর সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

গাজীপুর কথা