ঢাকা,  বৃহস্পতিবার  ২৮ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে ছুরিকাঘাত করে প্রায় আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রকাশিত: ১৭:১৪, ১৪ এপ্রিল ২০২১

গাজীপুরে ছুরিকাঘাত করে প্রায় আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার মিরের বাজারে কাকা ডেকে প্রকাশ্যে নাসির পারভেজ (৩৩) নামে এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাত করে প্রায় আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুর ১টার দিকে মিরের বাজার কেন্দ্রীয় মসজিদ রোডে একটি ডিমের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মঙ্গলবার রাতে গুরুতর আহত নাসির পারভেজ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে পূবাইল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

আহত নাসির পারভেজ স্থানীয় ৪২নং ওয়ার্ডের জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি স্থানীয় করমতলা এলাকার মন্নাফ মৃধার ছেলে।

অভিযোগ ও ঘটনা সূত্রে জানা যায়, ওই আওয়ামী লীগ নেতা থ্রি ডায়মন্ড এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের ক্যাশিয়ার।  রড, সিমেন্ট, ইট, বালু সাপ্লাই দেন স্থানীয় ক্রিসেন্ট কেমিক্যাল কোম্পানিতে। মঙ্গলবার দুপুরে ক্রিসেন্ট কেমিক্যাল থেকে বিল বাবদ উত্তোলনের ২ লাখ টাকা মিরের বাজার একটি ব্যাংকে জমা দিতে গিয়েছিলেন। কিন্তু ব্যাংকে সময় মতো পৌঁছাতে পারেননি তিনি।

জানা গেছে, ব্যাংকে টাকা জমা না দিতে পেরে ফেরার পথে বাজার করার জন্য মসজিদ রোডে ডিমের দোকানে গেলে কিশোর গ্যাংয়ের কয়েকটি ছেলে কাকা সম্বোধন করে একটু শুনুন বলে ডাক দেয়। আর পিছনে ফিরতেই ধারালো ছুরি দিয়ে আঘাত করলে নাসির পারভেজ মাটিতে লুটিয়ে পড়েন। অন্যরা তার সঙ্গে থাকা প্রায় আড়াই লাখ টাকা ছিনিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত নাসিরকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠান। তার হাতে ৭টি সেলাই লেগেছে। পরে রাতে তিনি বাদী হয়ে পূবাইল থানায় অভিযোগটি করেন।

অভিযোগের তদন্ত কর্মকর্তা পূবাইল থানার এসআই জামিল উদ্দিন রাসেদ যুগান্তরকে জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

গাজীপুর কথা