ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে করোনায় ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৫১ জন

প্রকাশিত: ১৭:৩১, ৫ মে ২০২১

গাজীপুরে করোনায় ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৫১ জন

গাজীপুর জেলায় গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল) ৫১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৫৫২ জনে।
এছাড়াও জেলায় নতুন করে করোনায় একজনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মুত্যু সংখ্যা দাঁড়ালো ১৯০ জনে।
বুধবার (০৫ মে) সকালে গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান এ তথ্য জানান।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৩৩৪ জনের নমুনা পরীক্ষায় ৫১ জন পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় ৩৫ জন, শ্রীপুর উপজেলায় চারজন, কালিয়াকৈর উপজেলায় ছয়জন, কাপাসিয়া উপজেলায় একজন ও কালীগঞ্জ উপজেলায় তিনজন রয়েছেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত গাজীপুর জেলায় ৭৬ হাজার ৬৫৮ জনের নমুনা পরীক্ষায় ১০ হাজার ৫৫২ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় ৬ হাজার ৯৪৫ জন, কালীগঞ্জে ৭৯৬ জন, কালিয়াকৈরে ১ হাজার ৯৫ জন, কাপাসিয়ায় ৬৭৫ জন ও শ্রীপুরে ১ হাজার ৪১ জন আক্রান্ত হয়েছেন।
ডা. মো. খাইরুজ্জামান জানান, জেলায় আরও একজনের মৃত্যু নিয়ে এ পর্যন্ত ১৯০ জনের মুত্যু হলো। এর মধ্যে ৮ হাজার ৭৯৩ জন সুস্থ হয়েছেন।

গাজীপুর কথা

আরো পড়ুন