ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে ওয়াইল্ডলাইফ সেন্টারে বিশেষ ব্যবস্থায় সাপের বাচ্চার জন্ম

প্রকাশিত: ১৬:৩৭, ২৪ জুন ২০২১

গাজীপুরে ওয়াইল্ডলাইফ সেন্টারে বিশেষ ব্যবস্থায় সাপের বাচ্চার জন্ম

যশোরে সদর থানার গাঁওঘরা গ্রামে এক ব্যক্তির বসতবাড়িতে পাওয়া এক খৈয়া গোখরাকে মেরে ফেলেন এলাকাবাসী। পরে সেই সাপের ৪৭টি ডিমের সন্ধান পাওয়া যায়। সেই ডিম থেকে ৪৪টি বাচ্চার জন্ম হয়েছে।

গাজীপুরের শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারে বিশেষ প্রাকৃতিক ব্যবস্থাপনায় গত ২০ জুন থেকে ২৪ জুন পর্যন্ত বাচ্চাগুলোর জন্ম হয়।এছাড়া গত ১৪ জুন সেখানে ১০টি দাগী ঢোঁড়া সাপের বাচ্চা জন্ম নেয়।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে ওয়াইল্ডলাইফ সেন্টারের হারপেটোলজিস্ট সোহেল রানা বিষয়টি জানিয়েছেন।

সোহেল রানা জানান, ৩১ মে যশোর সদর থানার গাঁওঘরা গ্রামের এক ব্যক্তি তার বসত বাড়ির কয়েকটি মেহগনি গাছ বিক্রি করেন। এই মেহগনি গাছ কাটার পর গাছের গুঁড়ির নিচে থেকে একটি গোখরা সাপ বের হয়ে আসে। এসময় উৎসুক জনতা সাপটিকে মেরে ফেলে। পরবর্তীতে একটি গাছের গুঁড়ির নিচের মাটির ভিতর গোখরা সাপের ডিম ও অপর একটি গাছের গুঁড়ির নিচে মাটির ভিতরে ঢোঁড়াসাপের ডিম দেখতে পাওয়া যায়। এসময় উৎসুক জনতা ডিমগুলো নষ্ট করতে চায়। কিন্তু রক্সি নামের এক বিশ্ববিদ্যাল ছাত্র তা নষ্ট করতে বাধা দেন। পরবর্তীতে তিনি ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ.এস.এম জহির উদ্দিন আকনকে বিষয়টি দ্রুত অবহিত করেন। পরে ডিমগুলো উদ্ধার করে শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারে পাঠানো হয়। এরপর ১ জুন থেকে ডিমগুলো ফুটানোর ব্যবস্থা শুরু করা হয়।
১৪ জুন ১৫টি দাগী ঢোঁড়ার ডিম থেকে ১০টি বাচ্চার জন্ম নিলে ওয়াইল্ডলাইফ সেন্টারে অভ্যন্তরে অবমুক্ত করা হয় এবং ২০ জুন থেকে (২৪ জুন) বৃহস্পতিবার পর্যন্ত খৈয়া গোখরার ৪৭টি ডিম থেকে ৪৪টি বাচ্চা ফোটে।

হারপেটোলজিস্ট সোহেল রানা জানান, বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কামাল ওয়াইল্ডলাইফ সেন্টার পরিচালকের সঙ্গে আলোচনা করে বাচ্চাগুলো অবমুক্তি বা সংরক্ষণের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

গাজীপুর কথা

আরো পড়ুন