ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ : তিন জনকে কারাদণ্ড ও দুই জনকে অর্থদণ্ড

প্রকাশিত: ১৬:৩৫, ১৯ অক্টোবর ২০২০

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ : তিন জনকে কারাদণ্ড ও দুই জনকে অর্থদণ্ড

অবৈধ গ্যাস সংযোগ প্রদান ও ব্যবহারের দায়ে গাজীপুরে তিন জনকে কারাদণ্ড ও দুই জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার রাতে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ড প্রদান করেন। 

তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও গাজীপুর জেলা প্রশাসন সদর উপজেলার মনিপুর, খাসপাড়া, পিরুজালী ও গিলগাছিয়া এলাকায় রবিবার সকাল থেকে রাত পর্যন্ত যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় প্রায় ৫ কিলোমিটার এলাকার এক হাজার বাসার ২৫০০ চুলার গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয় এবং  দুই জনকে ৩৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক মো. সুরুয আলম, উপ-ব্যবস্থাপক মির্জা শাহনেওয়াজ লতিফ, আব্দুল্লাহ হাসান আল মামুন, মো. মোশাররফ হোসেন, সহকারী কর্মকর্তা মো. ইকবাল হোসেন চৌধুরী, মো. আব্দুর রাজ্জাক, বিক্রয় সহকারী আনোয়ার হোসেনসহ তিতাসের কর্মকর্তা, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল।
 

গাজীপুর কথা

আরো পড়ুন