ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহার করায় একজনের কারাদন্ড

প্রকাশিত: ১৪:০১, ৬ জানুয়ারি ২০২১

গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহার করায় একজনের কারাদন্ড

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় তিতাসের অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে একজনের সাত দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 
বুধবার বানিয়ারচালা এলাকায় অভিযান চালিয়ে জেল দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ।

গাজীপুর তিতাস অফিসের ম্যানেজার ইঞ্জিনিয়ার সুরুজ আলম জানান, গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় কিছু লোক অবৈধভাবে গ্যাস ব্যবহার করছে এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে তিতাস কর্তৃপক্ষ ও গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় উক্ত এলাকার হযরত আলী হীরাকে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে সাত দিনের জেল ও আড়াই কিলোমিটার এলাকার পাঁচশত বাড়ির এক হাজার চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় ।

অভিযান পরিচালনার সময় গাজীপুর তিতাস অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম, উপ-ব্যবস্থাপক আবু সুফিয়ান, মির্জা শাহনেওয়াজ লতিফ, সহকারি প্রকৌশলী শেখ জাবের নূরানী, খন্দকার ফয়সাল আহমেদ, উপসহকারী প্রকৌশলী সাবিনুর রহমান, সিনিয়র বিক্রয় সহকারি আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

গাজীপুর কথা