ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে অধ্যাপকের বাড়িতে ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেফতার

প্রকাশিত: ১৪:০৮, ৭ জুলাই ২০২০

গাজীপুরে অধ্যাপকের বাড়িতে ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেফতার

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো রশীদুল হাসানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুটে নেওয়া স্বর্ণালঙ্কারসহ বেশ কিছু মালামাল। 

মহানগরের বিভিন্ন জায়গা থেকে জহির, সজীব, সুজন, মুনির, সুমন ও সুজনকে ঘটনার ১০দিন পর রোববার রাতে গ্রেপ্তার করে। পরবর্তী সময় বাঘলবাড়ি এলাকার জহির ও সুলতানের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩ ভরি স্বর্ণালঙ্কার, ২ টি মোবাইল সেটসহ বেশ কিছু মালামাল উদ্ধার করে পুলিশ।

অধ্যাপক মো. রশীদুল হাসান জানান, গত ২৪ জুন গভীর রাতে তার বাড়ির জানালার গ্রিল কেটে একদল ডাকাত ঘরের ভেতরে প্রবেশ করে । এক পর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা ও মুখ বেঁধে সকলকে জিম্মি করে ২০ ভরি স্বর্ণসহ নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে দ্রুত চলে যায় ডাকাত দল। পরবর্তী সময় তিনি মহানগরের সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। 

সদর থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঞা বলেন, ঘটনার পর থেকে পুলিশ ডাকাত দলকে গ্রেফতার ও মালামাল উদ্ধারে তৎপর ছিল। অবশেষে তারা ধরা পরে। সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দিয়েছে।

গাজীপুর কথা