ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

প্রকাশিত: ১৫:০৪, ২১ জুলাই ২০২০

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

‘গাছ লাগাই জীবন বাঁচাই’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানায় গাছের চারা লাগিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আনোয়ার হোসেন।

সোমবার দুপুরে টঙ্গী পূর্ব থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করেন তিনি।

এসময় পুলিশ কমিশনার বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করতে গাছ লাগোনোর এই কর্মসূচি শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে গাজীপুর মেট্রোপলিটন এলাকার সকল থানা ও বিভিন্ন এলাকায় এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় আরো উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইলতুৎমিস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মো. শাহাদত হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার আশরাফ হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার থোয়াই অংপ্রু মারমা প্রমুখ।

গাজীপুর কথা