ঢাকা,  মঙ্গলবার  ১৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

খেলা দেখাতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

প্রকাশিত: ০৭:০৯, ১৪ সেপ্টেম্বর ২০২০

খেলা দেখাতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

নাটোরে সাপের কামড়ে রফিকুল ইসলাম (৫৬) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

রফিকুল ইসলাম সদর উপজেলার পীরগঞ্জ এলাকার আহম্মদ আলীর ছেলে। বিষধর সাপ নিয়ে বিভিন্ন এলাকায় খেলা দেখানোই ছিল তার পেশা।

স্থানীয়রা জানান, রোববার রফিকুল ইসলাম রাজশাহী কোর্ট এলাকায় সাপ নিয়ে খেলা দেখাতে যান। এক সময় ওই বিষধর সাপ তাকে ছোবল দেয়। বিষ দাঁত ভাঙা থাকায় গুরুত্ব দেননি রফিকুল। খেলা শেষে সন্ধ্যার পর নাটোরের পীরগঞ্জ এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। নাটোরের তোকিয়া ঢালান এলাকায় আসার পর তার শরীরে সাপের বিষক্রিয়া শুরু হয়। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তার মুখে সব কিছু শোনার পর তাকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু পথেই তিনি মারা যান। পরে তার মরদেহ বাড়িতে নিয়ে রাতেই স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।

এলাকাবাসী জানায়, রফিকুল ঢাকার সাভার বেদেপল্লীর বাসিন্দা ছিলেন। প্রায় ৪০ বছর আগে তিনি পরিবারের সঙ্গে নাটোরের পীরগঞ্জ এলাকায় এসে বসবাস শুরু করেন। তিনি সাপ ধরে ও খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু খুবই দুঃখজনক ব্যাপার।

গাজীপুর কথা