ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

খিলগাঁওয়ে পিপিই পরে কবরস্থানে দাফনের ভিডিও ভাইরাল

প্রকাশিত: ০৪:৪৯, ৩০ মার্চ ২০২০

খিলগাঁওয়ে পিপিই পরে কবরস্থানে দাফনের ভিডিও ভাইরাল

ঠাণ্ডা-জ্বর ও সর্দিতে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মৃত্যু হওয়া ৫০ বছর বয়সী এক নারীকে রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও তালতলা কবরস্থানে দাফন করা হয়। তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তবে সেই নারীর দাফন করেছেন যারা তারা পুরো শরীরেই ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম (পিপিই) পরিহিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সেই দাফনের একটি ভিডিও ঘুরতে দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, অ্যাম্বুলেন্স করে পাঁচজন ব্যক্তি এসে কবরস্থানের শেষ মাথায় ঝিলপাড়ের প্রান্তে এসে থামে। তাদের প্রত্যেকের পরনে ছিল পিপিই। তারা প্রথম অ্যাম্বুলেন্স থেকে একটি স্ট্রেচারে করে সাদা কাফনে মোড়ানো লাশ নামান। এরপর কবরস্থানের ইমাম ও উপস্থিত আটজন মিলে জানাজা পড়েন। জানাজা শেষে স্ট্রেচারে করে তারা মৃতদেহটি কবরের কাছে আনেন।

এরপর পিপিই পরা তিনজন মিলে মৃতদেহটি কবরে নামান। কবরে দেহ নামানোর পর মাটি দেওয়া হয়। সব শেষে দাফনে অংশ নেওয়া ওই পাঁচজন কবরস্থানের ঝিলের পাড়ে এসে পিপিই খুলে ফেলেন। পিপিইগুলোতে আগুন ধরিয়ে দিয়ে তা নষ্ট করেন তারা।

দাফনের বিষয়ে খিলগাঁও তালতলা কবরস্থানের স্টাফ মো. ফেরদৌস বলেন, দাফনের সময় ওই নারীর স্বামী ও সন্তান উপস্থিত ছিলেন। দাফনের আগে তারা কয়েকজন মিলে জানাজা পড়েন।

ওই নারীর স্বামী জানান, তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা এখনো জানা যায়নি। তার স্ত্রী কয়েক দিন ধরেই সর্দি, জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন। অল্প অল্প অসুস্থ ছিলেন। তবে তারা হাসপাতালে যাননি।

গাজীপুর কথা