ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

খাবারের সন্ধানে এসে প্রাণ গেল শতাধিক পাখির

প্রকাশিত: ০৪:৫৫, ৬ সেপ্টেম্বর ২০২০

খাবারের সন্ধানে এসে প্রাণ গেল শতাধিক পাখির

পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় ফসলের জমিতে পোকামাকড় খেতে এসে প্রায় শতাধিক পাখি মারা গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) ভাঙ্গুরা পৌরসভার জগতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জগতলা গ্রামের দুই চাষি গত সপ্তাহ আগে তাদের জমিতে মাসকলাইয়ের বীজ বুনেছিলেন। ক্ষেতে পোকামাকড় নিধনে শুক্রবার (৪ সেপ্টেম্বর) কীটনাশক প্রয়োগ করেছিলেন তারা।তারা জমির ক্ষতিকর পোকা নিধনে কীটনাশক দেন বলে জানান। কারণ পাখিরা জমিতে কীটপতঙ্গ খেতে আসে। এতে জমির বীজও নষ্ট হয়। তাই জমিতে কীটনাশক দিয়েছিলেন।

কিন্তু শনিবার সকাল থেকেই ক্ষেতের ক্ষতিকর পোকামাকড় খেতে আসে ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির পাখি। পাখিগুলো ওইসব পোকামাকড় ও বীজ খেয়ে মারা যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পরিবেশকর্মী আব্দুল খালেক জানান, ক্ষেতে কীটনাশক প্রয়োগে উদাসীনতার কারণেই এমন দুঃখজনক ঘটনা ঘটেছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে অন্য চাষিরা সচেতন হবে।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, কীটনাশক দিয়ে পশুপাখি হত্যা বন্যপ্রাণী সংরক্ষণ আইনের বিরোধী। বিষয়টি খোঁজখবর নিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে তার কাছে কেউ কোনো অভিযোগ করেননি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গাজীপুর কথা