ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কেউ কি আছে

প্রকাশিত: ০৪:০৩, ২৯ জানুয়ারি ২০২০

কেউ কি আছে

আমিই সেই পাখি -
যার বাসা নেই.
আমিই সেই আকাশ - 
যার বুকে চাঁদ নেই,
আমিই সেই রাত্রি -
যার অন্ধকারে জোনাকি নেই,
আমিই সেই সাগর - 
যার বুকে জল নেই.
আমিই সেই মরুচর - 
যার উপর বৃষ্টিপাত নেই,
আমিই সেই অরন্য - 
যার বুকে প্রকৃতির বৈচিত্রতা নেই,
আমিই সেই কুসুম কানন - 
যেখানে ভোমরের গুঞ্জন নেই,
আমিই সেই ঋতুরাজ -
যার বসন্ত আছে কিন্তু ফাগুন নেই,
আর আমিই সেই মানুষ যার এক টা মন আছে-
কিন্তু বুঝার মতো কেউ নেই..!

হৃদয় উত্তপ্ত খরায় জ্বলছি আমি
বিফল যাচ্ছে জীবন-যৌবন,
কেউ কি আছে হেথা---
একটু শীতল বৃষ্টি হয়ে-
বিদুর করবে মনের খরা।
কেউ কি আছে হেথা-
চোখে চোখ রেখে -
স্বপ্নে ভরিয়ে তুলবে দুচোখ,
হাতে হাত রেখে জীবন রাঙ্গিয়ে দিবে,
কেউ কি এসে বলবে না আজো-
সেই মধুর বাণী --
'' আমি তোমাকে ভালোবাসি''---।

লেখকঃ- রুহানা আক্তার হেপী

গাজীপুর কথা

আরো পড়ুন