ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালীগঞ্জের শতাধিক কৃষক পেলেন কৃষি প্রণোদনা

প্রকাশিত: ১৬:১৬, ৯ এপ্রিল ২০২১

কালীগঞ্জের শতাধিক কৃষক পেলেন কৃষি প্রণোদনা

গাজীপুরের কালীগঞ্জে একশ কৃষক পেলেন কৃষি প্রণোদনা। ২০২০-২১ অর্থবছরে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়।

শুক্রবার (৯ এপ্রিল) সকালে স্বাস্থ্যবিধি মেনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক।

উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম উপজেলার কালীগঞ্জ পৌরসভা, তুমুলিয়া, বাহাদুরসাদী, জামালপুর, মোক্তারপুর ইউনিয়নের একশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনা দেন। এসময় প্রত্যেককে এক বিঘা জমির জন্য পাঁচ কেজি বীজ, ২০ কেজি ডিএপি (ড্যাপ স্যার) সার ও ১০ কেজি এমওপি সার (মিউরেট অব পটাশ) দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ উপজেলা অফিসার নুসরাত হোসেন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. হাছান আলী, মো. শাহীন মিয়া, সেলিনা আক্তার।

গাজীপুর কথা