ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালীগঞ্জে স্বাস্থবিধি না মানায় জরিমানা

প্রকাশিত: ১৫:৩৮, ১৮ জুন ২০২০

কালীগঞ্জে স্বাস্থবিধি না মানায় জরিমানা

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার নিমিত্তে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে কালীগঞ্জ পৌর লকডাউন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শাহীনা আক্তার। স্বাস্থ্যবিধি না মেনে চলা (মুখে মাস্ক পরিধান না করা) ও সামাজিক দূরত্ব বজায় না রেখে চলাচলের অপরাধে ৫ জনকে ২২ শত টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শাহীনা আক্তার। স্বাস্থ্যবিধি অমান্যসহ বিভিন্ন অপরাধে এই সংক্রান্ত বিষয়ে ৫ জনের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়।

গাজীপুর কথা