ঢাকা,  মঙ্গলবার  ২৩ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: ১৫:৪২, ১৫ আগস্ট ২০২০

কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শনিবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার বাঘেরপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.সাইদুর রহমান ভূইয়ার পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম মেম্বার।
আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. শরীফ হোসেন খান কনক, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মাজেদুল ইসলাম সেলিম, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম রবিন হোসেন, সাধারন সম্পাদক মো. কামরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন শুক্কুর প্রমুখ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আমিনুল ইসলামসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শনিবার বিকেলে কালীগঞ্জ আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওয়াহিদ হাসানের সঞ্চালনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তানভীর মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপু, কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ আলম শেখ, কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলী আল-রাফু অমিত, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি এম. আই লিকন প্রমুখ।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল আলম খান মাসুদসহ কলেজ শাখা, ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীরা।

গাজীপুর কথা