ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালীগঞ্জে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর

প্রকাশিত: ১৭:১২, ৩১ অক্টোবর ২০২০

কালীগঞ্জে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর

কালীগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। বুধবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড দেওপাড়া ফেরিঘাট এলাকায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। ১৩ কোটি টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট  কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন ও গণপূর্ত অধিদপ্তরের যৌথ উদ্যোগে এটা নির্মাণ করা হচ্ছে।
এখানে মহিলাদের জন্য আলাদাভাবে নামাজ পড়ার ব্যবস্থা রাখা হচ্ছে। আধুনিক কারুকার্যের মাধ্যমে মডেল মসজিদটি নির্মাণ করা হবে।

এই সময় উপস্থিত ছিলেন, গাজীপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমা, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুল্লাহ আল মাসুদ, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম তোরণ, উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক শফিউল কাদের নান্নু, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম রবিন হোসেন, সাধারন সম্পাদক মো. কামরুল ইসলামসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গাজীপুর কথা