ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালিয়াকৈরে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ০৬:২২, ৭ নভেম্বর ২০২০

কালিয়াকৈরে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাখালি এলাকায় ট্রেন-বাস সংঘর্ষে পর বন্ধ হয়ে যাওয়া ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।
দুর্ঘটনা কবলিত বাসটি রেললাইন থেকে সরিয়ে নিলে শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে ট্রেন চলাচল শুরু হয়।

জয়দেবপুর জংশনের প্রধান মাস্টার মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার ভোর রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে সোনাখালি এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বাসযাত্রী এক নারী নিহত এবং চারজন আহত হয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই মান্নান জানান, ঢাকাগামী নীলসাগর ট্রেনটি সোনাখালি রেলক্রসিং এলাকা অতিক্রম করার সময় রেল লাইনে ওঠে পড়া একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসটি ট্রেনের সঙ্গে আটকে যায়। এ অবস্থায় ট্রেনের চালক ট্রেনটি থামাতে সক্ষম হলেও সে সময় ট্রেনটি ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে চলে যায়। এ দুর্ঘটনায় বাসের এক নারী যাত্রী নিহত এবং অপর চারযাত্রী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম জানান, খবর পেয়ে এ ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাসটি রেললাইন থেকে সরিয়ে নেয়। এরপর ট্রেন চলাচল শুরু হয়।

গাজীপুর কথা