ঢাকা,  বৃহস্পতিবার  ১৮ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালিয়াকৈরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১৪:০৮, ৩১ জুলাই ২০২০

কালিয়াকৈরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, আশ্রয়নকেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজন যেন দৈনন্দিন কাজে বিশুদ্ধ পানির ব্যবহার করতে পারেন তার সমস্ত ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হবে। তিনি বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন। আশ্রয়কেন্দ্র কালিয়াকৈর ফাজিল মাদ্রাসা ও লতিফপুর জোরা ব্রিজ এলাকায় আশ্রিত বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণসহ বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও কাজী হাফিজুল আমিন, পৌর মেয়র মজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক সামসুল হক ভুইয়া ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ রেজা আল মামুন প্রমুখ।

গাজীপুর কথা