ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় সমবায় উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫:৫২, ২২ ডিসেম্বর ২০২০

কাপাসিয়ায় সমবায় উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত

সমবায়ই শক্তি, কাপাসিয়ার মুক্তি প্রতিপাদ্য নিয়ে কাপাসিয়া উপজেলা চত্তরে সমবায়ীদের আয়োজনে ২২ডিসেম্বর বিশাল সমবায় উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমবায় উদ্যোক্তা সমাবেশে গাজীপুর জেলা প্রশাসক এস.এম.তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃগোলাম মোর্শেদ মৃধার সঞ্চালনায় প্রধান অতিথী বঙ্গতাজ কন্য,জাতীয় সংসদ সদস্য,সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি বলেন,সমবায় মানুষের মুক্তির ঠিকানা,বঙ্গতাজ তাজউদ্দিন আহমদও একজন সমবায়ি ছিলেন।

সিমিন হোসেন রিমি আফ্রিকার এক উদাহরণ টেনে সমবায়িদের জানান,আফ্রিকায় একবার এক প্রতিযোগীতায় একটি বাক্সে চকলেট ও ফল রেখে বল যে প্রথম হবে সব চকলেট ও ফল তার হবে।তখন দেখা গেল সবাই হাতে হাত মিলিয়ে সবাই এক সঙ্গে এগিয়ে আসছে।তখন প্রবাসি এক অতিথী এর কারণ জানতে চাইলে প্রতিযোগীরা জানান, একজন প্রথম হলে শুধু পুরষ্কারের চকলেট ও ফল সে একা পাবে, বাকি কেউ পাবেনা তাই এই পুরষ্কার আমরা সবাই পেতে চাই।
সবাই সমান ভাগ নেওয়ার জন্য।

এই উদাহরণ টেনে সিমিন হোসেন রিমি বলেন,আমিতে একা,আমরাতে শক্তি।সমবায় আমাদের আমি থেকে আমরা হওয়ার পদ্ধতি শেখায়।
উদ্যোক্তা সমাবশে আরো বক্তব্য রাখেন,গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন,অধ্যক্ষ তাজউদ্দিন,শীতলক্ষ্যা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মোঃ কামাল হোসেন শেখ,বামুন খোলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি সাংবাদিক নুরুল আমিন শিকদারপ্রমুখ।সমবায় উদ্যোক্তা সমাবেশে আরো উপস্থিত ছিলেন,সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামিলীগ সভাপতি মুহম্মদ শহিদুল্লাহ্,কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান এ্যাড.মোঃআমানত হোসেন খাঁন,ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার,উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান,কাপাসিয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি সাখাওয়াত হোসেন প্রধানপ্রমুখ।

সমবায় উদ্যোক্তা সমাবেশে কাপাসিয়াকে ঘিরে সমবায়িরা বেশ কিছু পরিকল্পনা প্রধান অতিথীকে জানানো হয় তার মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে,১০০ সমবায় সমিতি নিয়ে সেন্টাল সমিতি গঠন, সমবায়িদের উৎপাদিত পণ্য বাজারজাত করণের জন্য সমবায় বাজার প্রতিষ্ঠা,সমবায় হাসপাতাল নির্মান,সমবায় ইকো রিসোর্ট,সমবায় মৎস খামার ও সমবায় প্রাকৃতিক অভয়ারণ্য তৈরি।

গাজীপুর কথা