ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় মোবাইল কোর্টের অভিযান, স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা

প্রকাশিত: ১৫:১৭, ২৭ জুলাই ২০২০

কাপাসিয়ায় মোবাইল কোর্টের অভিযান, স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা

গাজীপুর কাপাসিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে উপজেলার পাখরি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ইসমত আরা।

এ সময় মাস্ক পরিধান না করা, সামাজিক দূরত্ব না মেনে চলাফেরা করা, অহেতুক রাস্তায় ঘোরাঘুরি করার জন্য ৮ জনকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ইসমত আরা। ২৬ জুলাই রবিবার বিকালে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কাপাসিয়া উপজেলার বিভিন্ন স্থানে মাস্ক পরিধান না করা, সামাজিক দূরত্ব না মেনে চলা, অহেতুক কারণ ছাড়া বাইরে ঘোরাফেরা করায় তাদেরকে অর্থদন্ড করা হয় এবং জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। উপজেলার পাখরি গরুর হাটে ভেটেনারি মেডিকেল টিম সহ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা

এসময়ে ইজারাদারকে স্বাস্থ্যবিধি মেনে বাজার পরিচালনা  না করার জন্য সতর্ক করা হয়।

গাজীপুর কথা