ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় মসজিদ উদ্বোধন ও ঈদের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ১২:১৮, ১ আগস্ট ২০২০

কাপাসিয়ায় মসজিদ উদ্বোধন ও ঈদের শুভেচ্ছা বিনিময়

কাপাসিয়া উপজেলার সম্মানিয়া ইউনিয়নে চরনিলক্ষি গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন করেন এবং ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করেন এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী মো.খলিলুর রহমান। গত ৩১ জুলাই দুপুরে স্হানীয় চরনিলক্ষি নতুন মসজিদের এ অনুষ্ঠান হয়।  স্হানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে  বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাবেক সদস্য (অর্থ)  গোলাম মোস্তফা, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী সহ সভাপতি এড. মো আমানত হোসেন খান,মুক্তিযুদ্ভা হুমায়ুন কবির, মকবুল হোসেন, সাদত আলী, আঃসাত্তার, আশরাফুল আলম, অলী উল্লাহ,এনামুল হক,। 

মসজিদ কমিটির মোফাজ্জল হোসেন জানান গত দেড় বছর পূর্বে এ মসজিদের ভিত্তিপ্রস্তর স্হাপন করে এলজিইডি থেকে১৮ লাখ ও স্হানীয় এলাকাবাসীর সহযোগিতা ৩২ লাখ মোট ৫০ লাখ টাকা ব্যায়ে এ মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে।পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী সহ সভাপতি এড মো আমানত হোসেন খান আড়াল বাজার,ধানদিয়া,কবিরের বাজার,ইকুরিয়া বাজার ও ত্রিমোহনী বাজারের উপস্থিত সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করে কুশলাদি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।  আমানত হোসেন খান বলেন মসজিদ আল্লাহর ঘর। এ ঘর তৈরী করে তা আবাদ করতে হবে। আপনাদের সন্তানদের আরবি পড়ার ব্যাপারে অধিক মনোযোগ দিতে হবে।

গাজীপুর কথা