ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে বাস হেলপারের মৃত্যু

প্রকাশিত: ১২:২৪, ১৮ মার্চ ২০২১

কাপাসিয়ায় ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে বাস হেলপারের মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় টোক বাজারের উত্তর পাশে ব্রহ্মপুত্র নদী নদীতে গোসল করতে নেমে এক বাস হেলপারের মৃত্যু, লাশ উদ্ধার।
বুধবার সকাল ১০ ঘটিকার সময় কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন পরিষদের সামনে ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

নিহতের নাম কামরুল ইসলাম (১৫) সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর এলাকার আপেল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, কামরুল পেশায় বাসের হেলপার। সে তার অন্য ৪ সহকর্মী বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে নদীতে সাঁতার কাটছিল, সাঁতার কাটার এক পর্যায়ে কামরুল মাঝ নদীতে চলে যায় এবং ধারণা করা হচ্ছে সাঁতার কাটতে গিয়ে সে মাঝ নদীতে দুর্বল হয়ে পড়লে পানিতে  তলিয়ে যায়। তাত্ক্ষণিকভাবে বহু চেষ্টা করেও কোন সন্ধান মেলেনি।

সাথে থাকা অপর হেলপার সোহাগ বলেন, আমরা ৪জন এক সাথে গোসল করতে আসি। দুই ড্রাইভার সাঁতরিয়ে নদীর ওপারে চলে যান। কামরুল ও তাদের সাথে ওপারে গিয়ে আসার সময় মাঝখানে এসে তলিয়ে যায় এই সময় এলাকার লোকজন ফায়ার সার্ভিস কে খবর দিলে-খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে আসে। পরে টিম লিডার আবুল হোসেনের নেতৃত্বে বিকেল পাঁচটা ১০ মিনিটের দিকে আনুমানিক প্রায় ২০ ফুট পানির নিচ থেকে কামরুলের লাশ উদ্ধার করা হয়।

গাজীপুর কথা