ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় বিষপানে মা ও ছেলের মৃত্যু

প্রকাশিত: ১৬:১৮, ৬ সেপ্টেম্বর ২০২০

কাপাসিয়ায় বিষপানে মা ও ছেলের মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে বিষপান করেছেন মা ও ছেলে।  এতে দু'জনই মারা গেছেন। 

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছেলে সজিব (১৭) এবং রোববার (৫ সেপ্টেম্বর) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মা রাজিয়া খাতুনের (৫০) মারা যান।

এরা কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের বর্জাপুর এলাকার মৃত ফজলুল হকের স্ত্রী ও ছেলে।

কাপাসিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি রফিকুল ইসলাম এবং স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে শনিবার রাতে মা ও ছেলে বিষপান করে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত সাড়ে ১১টার দিকে ছেলে সজিবের মৃত্যু হয়। মা রাজিয়া খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উত্তরার একটি হাসপাতালে নিলে ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।  ছেলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাজিয়া খাতুনের লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

ওসি জানান, মা তার প্রতিবন্ধী ছেলেকে বিষপান করিয়ে নিজে বিষপান করে তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

গাজীপুর কথা