ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬:১১, ১১ মার্চ ২০২১

কাপাসিয়ায় বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বাসা এনজিও সমৃদ্ধি কর্মসূচি স্বাস্থ্য পুষ্টি ও শিক্ষা কার্যক্রমের আওতাধীন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

১১ মার্চ দুপুরে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়নের গোঁসাইগাঁও গ্রামের প্রবীণ সামাজিক কেন্দ্রে এ কার্যক্রম হয়েছে

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসা এনজিও’র সহকারি জেনারেল ম্যানেজার মোহাম্মদ জাকির হোসেন।

অন্যান্যের মধ্যে বাসা এনজিও’ আর এম হেলাল উদ্দিন, এসডিও মোস্তফা, ডক্টর তারেক হোসেন, উপজেলা শিক্ষা সুপারভাইজার আকরাম হোসেন মাসুম, ইডিও সাইদুর রহমান ও স্বাস্থ্য কর্মকর্তা গোপীনাথ, সবুজ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

বাসা এনজিও’র এজিএম মোহাম্মদ জাকির হোসেন বলেন, কভিড ১৯ চলে গেলেও রোগ কিন্তু চলে যায় নাই, তাই অামাদের সকলে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধী মেনে চলতে হবে। তাহলেই এ রোগ থেকে মুক্তি পাওয়া যাবে।

গাজীপুর কথা