ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সিমিন হোসেন রিমি এমপি

প্রকাশিত: ১২:৪১, ২৫ অক্টোবর ২০২০

কাপাসিয়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সিমিন হোসেন রিমি এমপি

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেছেন সংস্কৃতির বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

শনিবার রাতে কাপাসিয়া বাজার সংলগ্ন শ্রী শ্রী জয়কালী মন্দিরে এ মতবিনিময় সভা হয়।

সিমিন হোসেন রিমি এমপি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের মহাঅষ্ঠমীতে বলতে চাই বাংলাদেশ টা আমাদের মা, বাংলাদেশের প্রতিটা মানুষ কে মনে রাখতে হবে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়েছিলেন  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গতাজ তাজউদ্দীন আহমদরা। শেখ হাসিনার নেতৃত্বে ধর্মীয় স্বাধীনতা ভোগ করছে সকল ধর্মের মানুষ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান এড মো আমানত হোসেন খান বলেন আওয়ামী লীগ সরকারের আমলে পূর্জাসহ বিভিন্ন উৎসবের কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয় না, ২০০১ সালে কাপাসিয়া উপজেলা হিন্দু সম্প্রদায়ের মানুষজন তাদের পূজা উৎসব সফল ভাবে পালন করতে পারেনি। আওয়ামী লীগ ও জামাত জোট সরকারের  প্রার্থক্য  বুঝতে হবে।

কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ্, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী সহ-সভাপতি এড. মো আমানত হোসেন খান, কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসা ইসমত আরা, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, রওশান আরা সরকার, মিজানুর রহমান, সাখাওয়াত হোসেন প্রধান, মোহাম্মদ আলী বদু, মাজহার“ল ইসলাম লেলিন, জসিম উদ্দিন, চিও রন্জন সাহা,  শেখর সাহা সন্জীব কুমার দাস, বেলায়েত হোসেন, চন্দন রক্ষিত, রাজিব ঘোষ, জীবন ভৌমিক উপ¯ি’ত ছিলেন।

গাজীপুর কথা