ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় পরিবেশ দূষণের দায়ে কয়লা তৈরির কারখানায় অভিযান

প্রকাশিত: ০৭:৫৮, ২৩ সেপ্টেম্বর ২০২০

কাপাসিয়ায় পরিবেশ দূষণের দায়ে কয়লা তৈরির কারখানায় অভিযান

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কাঠ থেকে লাকড়ি পুড়িয়ে কয়লা তৈরির একটি কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। ওই সময় পরিবেশ দূষণের অভিযোগে অবৈধ দুই কারখানা আদালত নিলামের বিক্রি করে দিয়েছে। উপস্থিত ব্যক্তিদের প্রকাশ্যে ডাকের মাধ্যামে নিলামে ১ লাখ ২০ হাজার টাকা বিক্রি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা রায়েদ কালডাইয়া ও রায়েদ উত্তর পাড়ায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা। তিনি জানান, অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি দুই কারখানা পরিবেশ দূষণের অভিযোগের সত্যতা পেয়ে পরিবেশ দূষণ সংরক্ষণ আইন ১৯৯৫ এর অনুযায়ী ৪ ধারায় কারখানার কাউকে না পেয়ে জনসাধারণের উপস্থিতিতে কাঠ, ইট নিলামের মাধ্যমে এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রয় করে আদায় হয়। অভিযান সহযোগিতা করেন কাপাসিয়া থানা পুলিশের সদস্যরা। এ সময় এলাকার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 

গাজীপুর কথা