ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় নিয়ম না মেনে ভবন নির্মাণ, ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১১:০২, ২২ সেপ্টেম্বর ২০২০

কাপাসিয়ায় নিয়ম না মেনে ভবন নির্মাণ, ২০ হাজার টাকা জরিমানা

গাজীপুরের কাপাসিয়ায় বিল্ডিং কোড অমান্য করে ভবন নির্মাণ করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নিবার্হী কর্মকতা ও নিবার্হী ম্যাজিষ্ট্যোট মোসা. ইসমত আরা ।

গতকাল বিকেলে কাপাসিয়া উপজেলা সদরের আদালত পাড়া এলাকায় মোস্তফা নামের এক ব্যক্তি কে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে । ভ্রাম্যমাণ আদালতের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা জানান, চারতলা ভবন নির্মাণের পূর্বে নকশা অনুমোদন না করে এবং বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ করছিল। এছাড়া সরকারী রাস্তায় দীর্ঘদিন ধরে নিমার্ণ সামগ্রী রেখে জনচলাচলের ব্যঘাত সৃস্টি করছিল। এবং ওই বিল্ডিং এরপাশের বাড়ী ও পথচারীদের চলাচলে সমস্যা হওয়ায় ভবনের মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে ইমারত নির্মাণ আইন ১৯৫২ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা করেন।

গাজীপুর কথা