ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় নদীতে মাছ শিকারের অবৈধ বাঁশের বেড়া উচ্ছেদ

প্রকাশিত: ১১:০৭, ৯ সেপ্টেম্বর ২০২০

কাপাসিয়ায় নদীতে মাছ শিকারের অবৈধ বাঁশের বেড়া উচ্ছেদ

গাজীপুরের কাপাসিয়ায় নদীতে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করায় গত সোমবার টোক ইউনিয়নের পুরাতন ব্রহ্মপুত্র নদে থাকা মাছ শিকারের অবৈধ বাঁশের বেড়া উচ্ছেদ করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট ও নির্বাহী অফিসার ইসমত আরার নেতৃত্বে নদীর থাকা বাঁশের বেড়া, জাল, বানা, চাঁইসহ মাছ শিকারের বিভিন্ন ফাঁদ উচ্ছেদ করা হয়।

বিষয়টি নিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ জানান, স্থানীয়রা এখানে দীর্ঘদিন ধরে মাছ শিকার করে আসছিল। সোমবার বিকালে নদীতে থাকা মাছ শিকারের অবৈধ ফাঁদ উচ্ছেদ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা বলেন, টোকের পুরাতন ব্রহ্মপুত্র নদে থাকা তিনটি বাঁশের বেড়া উচ্ছেদ করা হয়েছে। এমন অবৈধ ভাবে কেউ মাছ শিকার করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর কথা