ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় নদীতে অবৈধভাবে বেড়া দেয়ায় উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ১৬:২৩, ২৪ অক্টোবর ২০২০

কাপাসিয়ায় নদীতে অবৈধভাবে বেড়া দেয়ায় উচ্ছেদ অভিযান

কাপাসিয়ার সীমানা ঘেঁষে বয়ে চলা নব্য খননকৃত পুরাতন ব্রহ্মপুত্র নদীর গঙ্গার বাজার ও বর্জ্জাপুর বাজার সংলগ্ন নদীতে অবৈধভাবে মাছ শিকারের বেড়া উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

কাপাসিয়া উপজেলার দুই ইউনিয়নের পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ তিনটি বাঁশের বেড়া উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বৈরী আবহাওয়ার মাঝে উপজেলার টোক ইউনিয়নের গঙ্গার বাজার ও বারিষাব ইউনিয়নের বর্জাপুর এলাকায় ভ্রামমাণ আদালত পরিচালনা করে এই বেড়া উচ্ছেদ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা।
ভ্রামমাণ আদালত পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ।
উল্লেখ্য সম্প্রতি এলাকার স্থানীয় কিছু অসাধু লোকজন নদীর পানির গতিরোধ করে মাছ শিকার করে আসছিল।

গাজীপুর কথা