ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এক নারী নিহত

প্রকাশিত: ১৭:৪১, ২ এপ্রিল ২০২১

কাপাসিয়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এক নারী নিহত

কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার দু’পক্ষের সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। এসময় নিহতের ভাইসহ উভয়পক্ষের অন্তত ৪জন আহত হয়। পুলিশ এ ঘটনায় জড়িত দুই নারীসহ ৩জনকে আটক করেছে। নিহতের নাম জুলেখা বেগম (৫২)। তিনি কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের কীর্ত্তনীয়া গ্রামের মৃত হযরত আলীর কন্যা এবং জালাল উদ্দিনের স্ত্রী।

নিহতের ভাই তোতা মিয়া জানান, তাদের ভোগদখলীয় জমি নিয়ে প্রতিপক্ষরা প্রায় ১৫ বছর আগে আদালতে রেকর্ড সংশোধনের মামলা করেছেন। বর্তমানে ওই মামলা চলমান। বৃহস্পতিবার তারা অস্ত্রশস্ত্র নিয়ে ওই জমি দখল করতে এসে হামলা চালিয়ে মারধর ও খুন করে।

তিতাসের ৮শ’ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ॥ গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে চার জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ অভিযানকালে আদালত প্রায় ৮শ’ অবৈধ আবাসিক ও প্রায় ২কিলোমিটার গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে। এসময় অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গাজীপুর কথা