ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় গণপরিবহণে অভিযান, স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

প্রকাশিত: ১০:১১, ১৬ জুন ২০২০

কাপাসিয়ায় গণপরিবহণে অভিযান, স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গণপরিবহণে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ১৪ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার ১৫ জুন বিকেলে উপজেলার ত্রিমোহনী বাজার ও তরগাঁও মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেছেন কাপাসিয়ার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা।

কাপাসিয়ার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা জানান, দেশে বর্তমান বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে নাগরিকদের মাস্ক ব্যবহার ও গণপরিবহণে আসনে নির্দিষ্ট দুরত্বে থাকাসহ স্বাস্থ্যবিধি মানার জন্য মাইকিংসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসুচী চালানো হয়েছে। তারপরও কাপাসিয়ায় স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মূল) আইন, ২০১৮ ও সড়ক পরিবহন আইন, ২০১৮’ অনূ্যায়ী ১৪ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
 

গাজীপুর কথা