ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে চাল বিতরণ করা হবে

প্রকাশিত: ১৬:২০, ২০ অক্টোবর ২০২০

কাপাসিয়ায় অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে চাল বিতরণ করা হবে

গাজীপুরের কাপাসিয়া উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ভিজিডি  চক্রের নতুন উপকারভোগী বাছাইয়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে (১৯ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে অবহিতকরণ  সভা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা'র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  নাসরিন আকতারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান।

আরো বক্তব্য রাখেন সিংহশ্রী ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম আলামিন, তরগাঁও ইউপি চেয়ারম্যান আইবুর রহমান সিকদার, রায়েদ ইউপি চেয়ারম্যান শফিকুল  হাকিম হিরন মোল্লা, সনমানিয়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন মাস্টার, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাব রক্ষণ কাম ক্যাশ সুপারভাইজার সিরাজ উদ্দিনসহ ১১ ইউনিয়ন পরিষদের সচিব উপস্থিত ছিলেন।  
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার বলেন কাপাসিয়া উপজেলা ১১ ইউনিয়নে ২২৬৬ জন অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে। উপকারভোগীরা দুই বছর এ চাল পাবে।

গাজীপুর কথা