ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার আগুনে দিয়ে ধ্বংস

প্রকাশিত: ১৩:৫৭, ৩০ জুন ২০২০

কাপাসিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার আগুনে দিয়ে ধ্বংস

অবৈধভাবে ব্রহ্মপুত্র নদীর তীর কেটে ও নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে কাপাসিয়ায় শ্যালো ইঞ্জিন দিয়ে তৈরি ড্রেজার আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। অসাধু বালু ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয় নি।

সোমবার (২৯ জুন) বিকেলে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা মোবাইল কোর্ট পরিচালনা করে মেশিনটি ধ্বংস করেন।

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা বলেন, ‘উপজেলার আড়ালিয়া বাজার সংলগ্ন চরপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদীতে মিনি ড্রেজার মেশিন বসিয়ে কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা নদীর তীর কেটে ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল, যা পরিবেশের জন্য বিরাট হুমকি। তাই অবৈধ মেশিনটি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অসাধু বালু ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয় নি’।

গাজীপুর কথা