ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় ভেজাল গো খাদ্য বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ১৬:১৮, ৪ ফেব্রুয়ারি ২০২১

কাপাসিয়ায় ভেজাল গো খাদ্য বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় (ভেজাল) গো খাদ্য হিসেবে তুলা বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলা আমরাইদ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা ।

ভ্রাম্যমাণ আদালত জানান গো খাদ্য হিসেবে তুলা বিক্রির অপরাধে মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ মোতাবেক ব্যবসায়ী জাকির হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ।

এ সময় ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.রাশেদুজ্জামান মিয়াসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উল্লেখ উপজেলা নির্বাহী অফিসার মোসা ইসমত আরা কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নে একাধিক স্থানে আদালত পরিচালনা করেন।

গাজীপুর কথা