ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় ব্যাটারি গলিয়ে পরিবেশ দূষণ করায় জরিমানা

প্রকাশিত: ১৫:৫৬, ২৪ জুন ২০২০

কাপাসিয়ায় ব্যাটারি গলিয়ে পরিবেশ দূষণ করায় জরিমানা

গাজীপুর কাপাসিয়া উপজেলা বারিষাব ইউনিয়ন নরোওমপুর এসিডের অনিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমে পরিত্যক্ত ব্যাটারি গলিয়ে পরিবেশ দূষণ করায় এবং সীসা তৈরি অবৈধ ব্যাটারি কারখানায় মালিক আতিকুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

২৪ জুন দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায় জনজীবনের জন্য হুমকি স্বরূপ অবৈধ কারখানার মালিকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ , ৪ এর খ ধারা অনুযায়ী ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

গাজীপুর কথা