ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় দেবে যাওয়া সড়কে যান চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ০৬:১০, ১৩ ডিসেম্বর ২০২০

কাপাসিয়ায় দেবে যাওয়া সড়কে যান চলাচল স্বাভাবিক

গাজীপুরের গুরুত্বপূর্ণ কাপাসিয়া-শ্রীপুর সড়কটিতে ২৪ ঘণ্টা পর যান চলাচল শুরু হয়েছে। সেখানে দস্যুনারায়ণপুরে দেবে যাওয়া সড়কের ৬০ মিটার অংশ গতকাল শুক্রবার রাতের মধ্যেই চলাচলের উপযোগী করেছে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। শনিবার ভোর থেকেই গুরুত্বপূর্ণ সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। দেবে যাওয়ার ফলে দুই উপজেলার সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন ছিল।

এর আগে শুক্রবার ভোররাতে চতুর্থবারের মতো দেবে গিয়েছিল গাজীপুরের কাপাসিয়া-শ্রীপুর আঞ্চলিক সড়কটির দস্যুনারায়ণপুর এলাকার ৬০ মিটার। অন্তত ১৪ ফুট গভীর হয়ে দেবে গিয়েছিল সড়কটির ওই অংশ। সড়কের পাশে বয়ে গেছে শীতলক্ষ্যা নদী। ভাঙনের প্রভাব পড়েছিল নদীর পানির কিনারা পর্যন্ত। সেখানে কয়েকটি বীজতলা পানিতে তলিয়ে গেছে। অনেক অংশ ভেঙে পানিতে পড়ে গেছে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, একই স্থানে এর আগে তিনবার ভূমি দেবে যাওয়ার ঘটনা ঘটেছে। ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে ও ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে বড় ধরনের দেবে যাওয়ার ঘটনা ঘটে। তা ছাড়া চলতি বছরের মার্চ মাসেও সেখানে সড়কের কিছু অংশ দেবে গিয়েছিল। তখন থেকেই সেখানে সয়েল সেটেলমেন্ট চালাচ্ছিল গাজীপুর সওজ।

গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, রাতের মধ্যেই গুরুত্বপূর্ণ সড়কটি চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে। তা ছাড়া সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে একই জায়গায় বারবার দেবে যাওয়ার কারণ শনাক্তের চেষ্টা চলছে। 

গাজীপুর কথা