ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় জোরকরে কিস্তি আদায়ের অভিযোগ : ম্যানেজারকে জরিমানা

প্রকাশিত: ১৪:৪৯, ২৫ জুন ২০২০

কাপাসিয়ায় জোরকরে কিস্তি আদায়ের অভিযোগ : ম্যানেজারকে জরিমানা

গাজীপুর কাপাসিয়া উপজেলায় জোরপূর্বক ঋণের কিস্তি আদায় করার অভিযোগে সামাজিক সেবা সংগঠন (সেবা) এনজিও'র ম্যানেজার মো: নাজমুল হাসানকে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (২৫ জুন)  সকালে উপজেলা দস্যু নারায়নপুর ঋণগ্রহীতার বাড়িতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, (মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি) নির্দেশনা জারি করেছেন ।  করোনা ভাইরাস (কোভিড ১৯) মহামারির মধ্যে এনজিওর ঋণের কিস্তি আদায় করার বিষয়ে সরকার থেকে বিধি নিষেধ আরোপ করা হয়েছে।

সরকারের সর্বশেষ নির্দেশ মোতাবেক এনজিও’র থেকে নেওয়া ঋণ জোর করে কারও কাছ থেকে আদায় করা যাবে না।  অথচ সামাজিক সেবা সংগঠন এনজিওর কর্মীরা জোরপূর্বক করে কিস্তি আদায় করছেন এমন অভিযোগের সত্যতা পেয়ে ম্যানেজারকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

গাজীপুর কথা