ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫:৩২, ১৯ জানুয়ারি ২০২১

কাপাসিয়ায় জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

গাজীপুরের কাপাসিয়ায় প্রাণিজ পুষ্টি নিরাপত্তা ও আত্মকর্মসংস্থানে প্রাণিসম্পদের ভূমিকা আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্ট পৃষ্ঠকরণ প্রকল্পের আওতায় গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জনসচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।

১৯ জানুয়ারি মঙ্গলবার দিনব্যাপী উপজেলা আমরাইদ কারিগরি কলেজের হলরুমে খামারিদের নিয়ে এ জনসচেতনতামূলক সেমিনারে অনুষ্ঠিত হয় ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ রাশেদুজ্জামান মিয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ এস এম উকিল উদ্দিন, সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা, আমরাইদ কারিগরি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম সাদেক, উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহকারি বজলুর রশিদ, বিএফএ আরিফ হোসেন ।

আগামী ঈদুল ফিতর উপলক্ষে এন্টিবায়োটিক মুক্ত মাংস উৎপাদনের খামারিদের প্রতি বিশেষ আহ্বান জানান বক্তারা।

গাজীপুর কথা