ঢাকা,  মঙ্গলবার  ২৩ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ওমরাহ যাত্রীদের ভিসা ফি ফেরত দেবে সৌদি আরব

প্রকাশিত: ১৩:৪৪, ২ মার্চ ২০২০

ওমরাহ যাত্রীদের ভিসা ফি ফেরত দেবে সৌদি আরব

ওমরাহ পালনের জন্য যারা ভিসা ও অন্যান্য সার্ভিস চার্জ দিয়েছেন তাদের সেসব ফি’র টাকা ফেরত দেবে সৌদি আরব। কারণ দেশটি ইতিমধ্যে করোনা ছড়িয়ে পড়ার ভয়ে ওমরাহ যাত্রীদের উপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে। 

গত ২৭ ফেব্রুয়ারি ওমরাহ পালনের উপর সাময়িক স্থগিতাদেশ দেয় সৌদি আরব। এর ফলে প্রায় ১০ হাজার বাংলাদেশি ওমরাহ ভিসা করেও যেতে পারেননি। তাদের ভিসা ফিসহ অন্যান্য ফি ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদির ধর্ম মন্ত্রণালয়। 

রবিবার (১ মার্চ) সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা ও আগাম প্রতিরোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শে ওমরাহ ও ট্যুরিস্ট ভিসা সাময়িক বন্ধ করা হয়েছে।

অপরদিকে এক বিজ্ঞপ্তিতে সৌদির ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা স্থগিত হওয়া ওমরাহ যাত্রীদের ফি এবং অন্যান্য বিষয়ে নেওয়া সার্ভিস চার্জ ফেরত দেওয়া হবে। এজেন্সির মাধ্যমে যাত্রীদের যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া এই ইমেইলে [email protected] যোগাযোগ করা যাবে।

গাজীপুর কথা