ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

এডিবি সামাজিক উন্নয়নে ২১২৫ কোটি টাকা ঋণ দেবে

প্রকাশিত: ১২:২৬, ২৩ জুন ২০২১

এডিবি সামাজিক উন্নয়নে ২১২৫ কোটি টাকা ঋণ দেবে

সামাজিক অবস্থার উন্নয়নে বাংলাদেশকে ২ হাজার ১২৫ কোটি টাকা (২৫০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে বাংলাদেশ ও এডিবির মধ্যে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির পক্ষে সংস্থাটির বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ সই করেন। এ বিষয়ে মনমোহন প্রকাশ বলেন, করোনার মধ্যে বাংলাদেশ সরকার শক্তিশালী সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল। করোনা মহামারী সত্তে¡ও ২০২০ অর্থবছরে বাংলাদেশ প্রশংসনীয়ভাবে ৫ দশমিক ২ শতাংশ জিডিপির প্রবৃদ্ধি অর্জন করেছিল। করোনা মহামারী থেকে উত্তরণ এবং দরিদ্রদের সহায়তায় সামাজিক নিরাপত্তা কর্মসূচীর পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি। টেকসই উন্নয়নে বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচীকে আমরা সহযোগিতা করব।

সামাজিক কর্মসূচীর আওতায় দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী, বৃদ্ধদের মতো সমাজে পিছিয়ে থাকাদের বিভিন্ন ভাতার মাধ্যমে সহযোগিতা করে থাকে সরকার।

গাজীপুর কথা

আরো পড়ুন